রহমত ডেস্ক 16 September, 2022 06:20 PM
নির্যাতনের মাত্রা যত বৃদ্ধি করা হবে, আন্দোলন ততই বেগবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়। তবে দমন-পীড়ন চালিয়ে আন্দোলনকে থামানো যাবে না, বরং নির্যাতনের মাত্রা যতই বৃদ্ধি করা হবে ততই নেতাকর্মীরা সুসংগঠিত হয়ে আন্দোলনকে আরও বেগবান, গতিশীল ও শক্তিশালী করবে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, বর্তমান সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কবজায় এনে দেশে তাণ্ডব সৃষ্টি করতে চায়। তারা বিরোধীদলীয় নেতাকর্মীদের আহত করাসহ গ্রেপ্তারের এক মহাযজ্ঞে লিপ্ত হয়েছে। এসবের উদ্দেশ্যই রাষ্ট্রক্ষমতা যাতে হাতছাড়া না হয়।
এ সময় রাজধানীর পল্লবীতে বিএনপির সমাবেশে হামলা ও গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।