| |
               

মূল পাতা সারাদেশ জেলা ভারতে পাচার ৫ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর


ভারতে পাচার ৫ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর


রহমত ডেস্ক     08 September, 2022     08:27 PM    


ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার পাঁচ বাংলাদেশি যুবককে দেড় বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। পাচার হওয়া ব্যক্তিরা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার নারায়ণের ছেলে দিলিপ, সাতক্ষীরার আক্কাস আলী গাজির ছেলে সোরাত গাজি, আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, আসাদুল ঢালীর ছেলে আশরাফুজ্জামান ও ছিদ্দিক আলীর ছেলে মতিউর রহমান। ফেরত আসা ব্যক্তিদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।

আজ (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর অফিসের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। দেড় বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়–দেয়া হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা যশোর অভয়নগর