| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল আলেমদের মধ্যেও প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে: মুফতী ফয়জুল করীম


আলেমদের মধ্যেও প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে: মুফতী ফয়জুল করীম


রহমত ডেস্ক     07 September, 2022     08:21 AM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আলেমদের মধ্যেও প্রতিহিংসার রাজনীতি চর্চা শুরু হয়েছে। এগুলোতে বের হয়ে বৃহৎ চিন্তা নিয়ে কাজ করতে হবে। ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামপন্থিদের দূরে রাখলে ক্ষতি ইসলামেরই হবে। এটা বুঝতে হবে।  দেশে ইসলামী শিক্ষা সংকোচন নীতি অবলম্বন করছে সরকার। সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য বৃহৎ আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাস্থ একটি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মুফতী ফয়জুল করীম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দেশ নিয়ে ভাবতে হবে, ইসলাম নিয়ে চিন্তা করতে হবে। হিংসা-বিদ্বেষ পরিহার করে সকলকে ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। প্রতিহিংসার রাজনীতি কারো কাম্য হতে পারে না। প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।