| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ


ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ


রহমত ডেস্ক     07 September, 2022     11:31 PM    


ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।

আজ (৭ আগস্ট) বুধবার বিকালে ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। বিএনপি মহাসচিব ছাড়া প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন রিলিশনস কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ফরেন রিলিশনস কমিটির সদস্য শামা ওবায়েদ এবং নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বিকেলে ব্রিটিশ হাইকমিশনের আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময় তারা দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

বিএ‌ন‌পির স‌ঙ্গে বৈঠক নি‌য়ে ব্রিটিশ হাইক‌মিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাংলাদেশে আমাদের কূটনৈতিক উপস্থিতির একটি অংশ। হাইকমিশনার ডিকসন আজ ব্রিটিশ হাইকমিশনে বিএন‌পির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করে সন্তুষ্ট। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাজ্য রাজনৈতিক দল এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যুর পর। যুক্তরাজ্য সব পক্ষকে সহিংসতার বিষয়ে সংলাপ বেছে নিয়ে শান্ত ও সংযম অনুশীলন করার আহ্বান জানা‌চ্ছে।