মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ জিয়া পাকিস্তানের চর হিসেবে কাজ করেছে: হাছান মাহমুদ
রহমত ডেস্ক 01 September, 2022 02:16 PM
মুক্তিযুদ্ধকালে জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে ছিলেন। তিনি মূলত পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন। ’
বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ের নিজের দফতরে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সারাদেশে গণ্ডগোল করার পরিকল্পনায় কর্মসূচি সাজিয়েছে। সহিংসতা করে লাশ সৃষ্টি করতে চায় তারা। দলটি আগেও মানুষ মারার রাজনীতি করেছে। ’
এর আগে গতকাল জাতীয় প্রেস ক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানালেন কথা বলার জন্য, তখন খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন তা কোন ধরনের শিষ্টাচার? ১৫ আগস্ট তৎকালীন বিরোধীদলের নেত্রী আহত হলেন, কিন্তু সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়া বললেন ‘তাকে কে মারতে যাবে? তিনি সঙ্গে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন’। এটা কী ধরনের শিষ্টাচার? মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর শিষ্টাচারের কথা বলেন, শিষ্টাচার আমাদের শেখাবেন না।
মানবাধিকার নিয়ে যারা লেখেন তাদের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, রাতের অন্ধকারে জিয়াউর রহমান যাদের বিচার ছাড়া ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন তাদের পরিবার রাস্তায় রাস্তায় মানববন্ধন করেছে। ফাঁসি দেওয়ার তিন মাস পর রায় হয়েছিল। অথচ বিচারের আগেই দেওয়া হয়েছিল ফাঁসি। এসব হলো সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন।