রহমত ডেস্ক 01 September, 2022 09:52 AM
বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে সংক্রমণের হার কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪৯৬ জন। এই রোগে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মারা গেছেন ১৬ জন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত জুলাইয়ে বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের বিষয়ে জরুরি অবস্থা জারি করেছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম বলেন, ভাইরাসটির সংক্রমণ ধীর হওয়ার মানে হলো, আগামী দিনগুলোতে ভাইরাসটির সংক্রমণ থেমে যাবে। আমেরিকার দেশগুলোতেই মোট শনাক্তের অর্ধেকের বেশি। যদিও বেশ কিছু দেশে এখনো সংক্রমণের হার বাড়ছে, তবে কানাডার মতো দেশে ভাইরাসটির সংক্রমণের হার কমতে দেখার বিষয়টি স্বস্তিদায়ক। ’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরও বলেন, ‘জার্মানি এবং নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও এই ভাইরাসের সংক্রমণ হার ধীর গতির। মূলত দেশগুলোর মাঙ্কিপক্সের বিষয়ে সর্তকতা জারি করার ফলাফল। এই লক্ষণগুলো নিশ্চিত করে যে, আমরা শুরু থেকে ধারাবাহিকভাবে যেমনটা বলেছি—সঠিক ব্যবস্থা নিয়ে এই প্রাদুর্ভাব বন্ধ করা যেতে পারে। ’
মাঙ্কিপক্স ভাইরাস আফ্রিকার দেশগুলোতে উৎপত্তি হলেও চলতি বছরের মার্চ থেকে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
সূত্র : এএফপি