রহমত ডেস্ক 25 August, 2022 02:05 PM
রাশিয়ায় বাংলাদেশ ওষুধ পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, রাশিয়ার বাজারে ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ায় এখন ওষুধের চাহিদা রয়েছে। তিনি আরও বলেন, সার এবং খাদ্য আমদানি করা হবে ডলারের মাধ্যমে। এগুলো আমদানি করতে কোনো বাঁধা নাই।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে এক বৈঠকে এ কথা জানান সালমান এফ রহমান। বৈঠকে এফ রহমান আরও জানান, জ্বালানি তেলের আমদানির ক্ষেত্রে যে দেশ থেকে দাম কম পাওয়া যাবে সেদেশ থেকেই কেনা হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের (সালমান এফ রহমান) উপস্থিত হয়েছেন। বৈঠকে অন্তত ১০টি মন্ত্রণালয়ের সচিবেরাও উপস্থিত রয়েছেন।