রহমত ডেস্ক 25 August, 2022 02:11 PM
রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পাঁচ বছর পার হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার ব্যর্থ হয়েছে। শুরু থেকে এটিকে রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করে আসছে সরকার। দিনদিন রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের বিষয়টি বৈশ্বিক সংকট। সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হয়েছে। এটা সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা।
বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। এজন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তির কার্যকর প্রয়োগের দিকে এগুতে হবে। কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের পাতানো খেলার অপকৌশল হিসেবে নয়, প্রত্যাবাসন প্রক্রিয়াটি জাতিসংঘের মধ্যস্থতায় এবং জাতিসংঘের মাধ্যমে বাস্তবায়িত হতে হবে।
ফখরুল অভিযোগ করেন, সরকার শুধু রাজনৈতিক নয়, বাণিজ্যিক স্বার্থেও রোহিঙ্গা ইস্যুটিকে ব্যবহার করছে। ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের সম্পৃক্ত করছে। এই সমস্যা সরকারের চরম ব্যর্থতা।