রহমত ডেস্ক 24 August, 2022 09:10 PM
রাজধানীর বিজয়নগরে খাবার হোটেলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট এক যোগে কাজ করে রাত ৮টা ২৭ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগে ওই ভবনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানিয়েছেন, ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বিজয়নগরের একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১৩টি ইউনিট একযোগে কাজ করছে।
রাফি আল ফারুক বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, হোটেল একাত্তরের পেছনের গলিতে অবস্থিত ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারিনি।