রহমত ডেস্ক 24 August, 2022 09:53 PM
তামাক সেবন কমাতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, তামাক সেবন কমাতে সরকার উদ্যোগ নিচ্ছে তবে সর্বস্তরের মানুষকে আগে সচেতন হতে হবে।
বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি কনফারেন্স রুমে আয়োজিত জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট করারোপ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
এম এ মান্নান বলেন, সরকার সিগারেট কোম্পানি থেকে যে পরিমাণ আয় বা রাজস্ব পায়, তার চেয়ে চিকিৎসা খাতে ব্যয় বেশি হয়। এ ছাড়া লবিং আতঙ্কে শক্তভাবে অনেক সিদ্ধান্ত হয় না। সরকারের স্বদিচ্ছা থাকা সত্ত্বেও তামাক কোম্পানিগুলোর সাথে বিভিন্ন মহলের ভালো সম্পর্কের কারণে অনেক সিদ্ধান্ত এগুচ্ছে না।
সেমিনারে অন্য বক্তারা বলেন, তামাকের উপর সঠিকভাবে কর আরোপ করতে পারলে তরুণ সমাজের তামাক গ্রহণ কমবে সেইসাথে জনস্বাস্থ্য সচেতনতা বাড়বে ও সরকারের রাজস্ব আদায়ে ভূমিকা রাখবে।
এসময় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানিগুলো যেন হস্তক্ষেপ না করে সেই দাবি জানান তারা। সেমিনারে তামাক চাষ ও গ্রহণের নানা অপকারীতার কথা তুলে ধরা হয়।