রহমত ডেস্ক 22 August, 2022 01:15 PM
আদালত অবমাননার মামলায় কুষ্টিয়ার জেলা প্রশাসককে সতর্ক করে হাইকোর্ট বলেছেন, কোন ডিসি অফিসে সাধারণ মানুষ যেতে পারে না, কথা বলতে পারে না। ডিসিদের প্রতি হাইকোর্টের পরামর্শ হলো-বিলাসীজীবন ত্যাগ করে জনগণের সেবা করুন।
সোমবার (২২ আগস্ট) বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ কুষ্টিয়ার ডিসিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে। তবে পুলিশ সুপার, ব্র্যাক ব্যাংকের এমডি ও নিলামকৃত সম্পত্তি গ্রহণকারী ব্যবসায়ীকে ২৪ অক্টোবর শুনানির দিনে হাজির হতে বলা হয়েছে।
হাইকোর্ট এ সময় বলেন, ডিসি অফিসের পর্দা দিবেন না যেন বাইরে থেকে মানুষ আপনাদের দেখতে পারে।
গত ১১ আগস্ট আদালতের স্থগিতাদেশ থাকার পরও ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করার ঘটনায় ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও নিলামে সম্পত্তি নেওয়া ব্যবসায়ী আব্দুল রশিদকে তলব করেন হাইকোর্ট। ২১ আগস্ট তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। -চ্যানেল২৪।