| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ পুলিশ প্রশাসন কঠিন হলে আওয়ামী লীগের টিকে থাকা কঠিন হতো: ভূমিমন্ত্রী


ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ/ফাইল ছবি

পুলিশ প্রশাসন কঠিন হলে আওয়ামী লীগের টিকে থাকা কঠিন হতো: ভূমিমন্ত্রী


রহমত ডেস্ক     21 August, 2022     07:10 AM    


পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘ক্ষমতায় যে-ই থাকুক না কেন, সে বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক, পুলিশ প্রশাসনের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সবসময় আন্ডারস্ট্যান্ডিং ছিল। সবসময়ে লুকিয়ে এবং পরোক্ষভাবে সহযোগিতা করতে দেখেছি।’ 'পুলিশ যদি আওয়ামী লীগের প্রতি কঠিন, এগ্রেসিভ ও চরম আকার ধারণ করত, আওয়ামী লীগের টিকে থাকা কঠিন হতো।' তিনি বলেন, 'হয়তো টিকে থাকত, কিন্তু আরো বেশি কঠিন হতো।'

শনিবার (২০ আগস্ট)  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর দামপাড়া পুলিশ লাইনে অনুষ্ঠিত এই সভায় ভূমিমন্ত্রী বলেন, 'দীর্ঘ ২১ বছর সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। দুঃসময়ে পুলিশ প্রমান করেছে আওয়ামী লীগের প্রতি তাদের সবসময় দুর্বলতা ছিল। পুলিশকে সাধারণত যেই সরকার থাকে তার নির্দেশনামতো কর্মকাণ্ড চালিয়ে যেতে হয়। সেটা করেছেন, কিন্তু বরাবরই আমি দেখেছি আওয়ামী লীগের প্রতি পুলিশের দুর্বলতা।'

মন্ত্রী বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ সবচেয়ে বঞ্চিত। বিগত কোনো সরকার তাদেরকে সঠিকভাবে মুল্যায়ন করেনি। তাদের পরিবারকে দেখাশোনা, তাদের চাহিদা, তাদের বেতন কাঠামো এবং সুযোগ-সুবিধা কোনোটিই দেওয়া হয়নি। আমাদের সরকার ক্ষমতায় এসে আপনাদেরকে যে পর্যায়ে নিয়ে গেছে, আপনাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমি মনে করি বিগত সরকার যারা ছিল, সব সরকারের চেয়ে আমাদের সরকারের আমলে আপনারা ভালো অবস্থানে আছেন। কেন থাকবেন না আমাদেরও দায়িত্ব আছে।'

ভূমিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশকে আরো ওয়েল-ইকুইপড করা হয়েছে,  হেলিকপ্টার দেওয়া হয়েছে। বিদেশে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ব্যাংকও দেওয়া হয়েছে।