রহমত ডেস্ক 18 August, 2022 09:57 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে। জুলুম-নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাস ও ভোগবাদীর কারণে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ। দেশের মানুষ ভাল নেই। এমতাবস্থায় জালেমদের কবল থেকে দেশ রক্ষা করে সমাজ ও রাষ্ট্রে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের কাছে ইসলাম নেই, আর আমরা যারা ইসলামের নেতৃত্ব দিচ্ছি আমাদের হাতে রাষ্ট্র নেই। ফলে যা হবার তাই হচ্ছে।
আজ (১৮ আগস্ট) বৃহস্পতিবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক মহাপরিচালক মুফতি শাহ আবদুল হালিম বোখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জামিয়া পটিয়ার শায়খুল হাদীস মাওলানা হাফেজ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। এছাড়াও জামিয়া পটিয়ার সাবেক ছাত্রবৃন্দ বক্তব্য রাখেন।
মুফতী ফয়জুল করীম বলেন, মুফতি শাহ আব্দুল হালিম বোখারী রাহমাতুল্লাহি আলাইহি অনেক দূরদর্শি আলেম এবং রাষ্ট্র চিন্তক ছিলেন। তিনি দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত থেকে বাতিল ও খোদাদ্রোহী শক্তির মোকাবেলায় অত্যন্ত কঠোর ছিলেন। তিনি মুফাককির আলেম ছিলেন। তাঁর চিন্তা ও গবেষণা বাস্তবধর্মী ছিলো। তিনি উলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। বর্তমানে তাঁর মত দূরদর্শি ও বাস্তবধর্মী চিন্তাশীল আলেমের বড়ই প্রয়োজন। আমি তাকে কাছ থেকে দেখেছি, সংশ্রব নিয়েছি, তাঁর চিন্তা ও আলোচনার সাথে আমাদের অনেক মিল ছিলো।
তিনি আরো বলেন, চোর-ডাকাত, ভোগবাদী, দুর্নীতিবাজরা কখনোই চাইবে না দেশে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। কাজেই দেশ ও মানবতার স্বার্থেই আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জালেম, লুটপাটকারী, সন্ত্রাস ও দুর্নীতিবাজরাই ইসলামকে ভয় পায়। কারণ ইসলাম প্রতিষ্ঠা হলে তারা লুটপাট করতে পারবে না। প্রচলিত সমাজপতিরা ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক কখনো চাইবে না। মজলুম-অসহায় মানবতার পক্ষে আলেমদের এগিয়ে আসতে হবে। নবী করীম সা. ইসলাম প্রতিষ্ঠার জন্যে লোহার টুপি পরিধান করেছিলেন। নায়েবে নবী হিসেবে ওলামাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুধাবন করে কাজ করতে হবে। হযরত সাহাবায়ে কেরাম ও খোলাফায়ে রাশেদীনের আদর্শ বুকে লালন করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।