মূল পাতা আন্তর্জাতিক সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে আলোচনা রাশিয়ার
রহমত ডেস্ক 18 August, 2022 09:46 AM
সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একজন সিনিয়র কর্মকর্তা ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল নিদাল আবু দুখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সহায়তা নিয়ে তাদের আলোচনা হয়েছে।
বুধবার (১৭ আগষ্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ‘আর্মি ২০২২’ শীর্ষক অস্ত্র প্রদর্শনীর সাইডলাইনে ফিলিস্তিনি ও রুশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। এমন সময়ে ফিলিস্তিনের সঙ্গে রাশিয়ার এই আলোচনার খবর সামনে এলো যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে দুনিয়াজুড়ে মিত্রের খোঁজে নেমেছে মস্কো।
নীতিগতভাবে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে। তবে ঐতিহাসিকভাবে ইসরায়েলের সঙ্গেও মস্কোর বেশ ভালো সম্পর্ক রয়েছে। তবে গত মাসে বহুল আলোচিত একটি ইহুদি সংগঠন নিয়ে দুই পক্ষের মতবিরোধের বিষয়টি সামনে আসে। রুশ আইন লঙ্ঘনের অভিযোগে জিউশ এজেন্সি ফর ইসরায়েল-জেএএফআই নামের ওই সংগঠনটির রুশ শাখা বিলুপ্তির আহ্বান জানিয়েছিল মস্কো। এ ঘটনা তেল আবিবকে আহত করে। দ্বিপাক্ষিক সম্পর্কে বিষয়টির নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে রাশিয়াকে সতর্ক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। এর মধ্যেই সামরিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে রাশিয়ার আলোচনার খবর এলো।