| |
               

মূল পাতা জাতীয় অন্যান্য চলন্ত ট্রেন-বাস সংঘর্ষ, নিহত বেড়ে ৫


চলন্ত ট্রেন-বাস সংঘর্ষ, নিহত বেড়ে ৫


রহমত ডেস্ক     15 August, 2022     11:57 AM    


ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ময়মনসিংহগামী মহুয়া ট্রেনের সঙ্গে পোশাকশ্রমিকবাহী বাসের সংঘর্ষে আহত আরমান (১৯) মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (১৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই মাসুদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরমান গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের সবুজ মিয়ার ছেলে। সে পাশের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের জামান ফ্যাশন কারখানায় অপারেটর পদে চাকরি করত। প্রায় ২ মাস ধরে চাকরি করছিলেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম জানিয়েছেন, উপজেলার মাইজপাড়া এলাকায় ট্রেন-বাসের দুর্ঘটনায় আরমান নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। আমরা তার পরিবারের কাছে দাফনের জন্য ২০ হাজার টাকা হস্তান্তর করবো।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই (রোববার) সকাল সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে চলন্ত ট্রেনের সঙ্গে পোশাক শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে প্রিয়া নামে এক নারী শ্রমিক এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন নিহত হয়েছে।