| |
               

মূল পাতা জাতীয় দেশে ফিরলেন  ৫৫ হাজার ৬৫৪ জন হাজী


দেশে ফিরলেন  ৫৫ হাজার ৬৫৪ জন হাজী


রহমত ডেস্ক     06 August, 2022     10:00 AM    


পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৫ হাজার ৬৫৪ জন হাজী। ১৫৭টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২০টি।

শনিবার (০৬ আগস্ট) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে আরও জানানো হয়েছে, ‘সৌদি আরবের পরিসংখ্যান অধিদফতরের তথ্যমতে— ২০২২ (১৪৪৩ হিজরি) সালে সর্বমোট হাজির সংখ্যা ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজির সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৯১৯ জন এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজির সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৩৪ জন।’

বাংলাদেশ থেকে এ বছর মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইন্সটি। এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।