মূল পাতা শিক্ষাঙ্গন পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদকারী শোয়াইব মক্কী সংবর্ধিত
রহমত ডেস্ক 04 August, 2022 11:48 PM
এবার পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদকের দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করায় জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রাক্তন ছাত্র, মক্কাস্হ উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি গবেষক, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রভাষক মাওলানা শোয়াইব রশীদ মক্কীকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার (৩ আগষ্ট) জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া মিলনায়তনে জামিয়া দারুল মা’আরিফের সাংস্কৃতিক ফোরাম আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামি আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মাওলানা শোয়াইব রশীদ মক্কীকে সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, বাংলাদেশে আরবি ভাষা ও সাহিত্যের প্রাণপুরুষ, জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। প্রধান অতিথি ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজা। প্রধান আলোচক ছিলেন জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার উপ-পরিচালক ও মাসিক আল-হকের সম্পাদক মাওলানা ফুরকানুল্লাহ খলীল।
সভাপতির বক্তব্যে আল্লামা সুলতান যওক নদভী বলেন, ‘স্নেহাস্পদ মাওলানা শোয়াইব উদ্দিন মক্কীর এ অর্জনে আমরা তাঁকে সাধুবাদ জানাই। তার এ অর্জন শুধু জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া বা কওমি অঙ্গনের জন্যে সুনাম বয়ে আনবে তা নয় বরং সারাবিশ্বে বাংলাদেশের সুনাম বয়ে এনেছে।
জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা এনামুল হক ছফা মাদানী ও মাওলানা হামেদ বিন ফরিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সাইন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মাওলানা রশিদ জাহেদ, প্রফেসর ড. মুস্তাফা কামিল মাদানি, জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার শিক্ষা পরিচালক শায়খ শহিদুল্লাহ কাউসার, মাওলানা ফরিদ আহমদ আনছারী, মাওলানা এনামুল হক মাদানী, মাওলানা আফীফ ফুরকান মাদানী, আল জামিয়াতুল আহলিয়াদারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষক মাওলানা আনোয়ার শাহ আজহারী, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শিক্ষক মাওলানা ত্বাহা দানিশ মক্কী, দারুল ইরফান মাদরাসার পরিচালক মাওলানা মহিউদ্দীন মাহবুব প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার ছাত্রাবাস জিম্মাদার মাওলানা নুরুল আমিন মাদানী, মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী, মাওলানা মিসবাহ উদ্দিন মাদানি, মুফতি নুরুল আমিন, মাওলানা মাহমুদ মুজিব, মাওলানা শামীম হুসাইন, মাওলানা আহমদ নাসির, মাওলানা আব্দুল হালিম, মাওলানা শাহেদুল ইসলাম প্রমুখ।