| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০


ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০


রহমত ডেস্ক     05 August, 2022     07:27 PM    


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৪০ জন রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী সবাই ঢাকা বিভাগের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ২৮৭ জন এবং ঢাকার বাইরে ৭৬ জন ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত তিন হাজার ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

উল্লেখ্য, গত বছর সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। মারা গেছেন ১০৫ জন।