| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসরায়েলি সাংবাদিককে মক্কায় প্রবেশে সাহায্য করায় সৌদি নাগরিক আটক


ইসরায়েলি সাংবাদিককে মক্কায় প্রবেশে সাহায্য করায় সৌদি নাগরিক আটক


মুসলিম বিশ্ব ডেস্ক     24 July, 2022     10:05 AM    


অবৈধ দখলদার ইসরায়েলি এক ইহুয়াদি সাংবাদিককে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রবেশে সাহায্য করায় এক সৌদি নাগরিককে গ্রেফতর করেছে সৌদি পুলিশ। সৌদি পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

অবৈধ দখলদার ইসরায়েলি ইহুয়াদি ওই সাংবাদিকের নাম গিল তামারি। তিনি অবৈধ দখলদার ইসরায়েলের চ্যানেল-১৩ এর সাংবাদিক। এর আগে গত সোমবার মক্কায় লুকিয়ে থাকার একটি ভিডিও তিনি টুইটারে পোস্ট করেন। যদিও ইসলামের এই পবিত্রতম শহরে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। 

শুক্রবার সৌদির সরকারি বার্তা সংস্থা এসপিএ-কে দেশটির পুলিশের এক মুখপাত্র বলেন, ওই সাংবাদিককে (অমুসলিম) মক্কায় প্রবেশ এবং বিভিন্ন সুবিধা দেওয়ায় প্রসিকিউটরদের কাছে এক সৌদি নাগরিকের কথা উল্লেখ করেছে মক্কার আঞ্চলিক পুলিশ।

বার্তা সংস্থা  এসপিএ বলেছে, তিনি আমেরিকান নাগরিক। সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে তিনি আমেরিকান পাসপোর্ট ব্যবহার করেছেন। কারণ ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এছাড়া এই সাংবাদিকের মামলাটির প্রসঙ্গও প্রসিকিউটরদের কাছে উল্লেখ করে এই ব্যাপারে বিদ্যমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যদিও ইসরায়েলি ওই নাগরিক এখন সৌদিতে নেই। যেকোনো দেশের মুসলিমরা মক্কায় প্রবেশ করতে পারেন। তবে অমুসলিমরা এই শহরে প্রবেশ করতে পারেন না। কারণ এই নগরীর ভেতরে প্রবেশের জন্য সুনির্দিষ্ট ধর্মীয় আচার এবং আচরণবিধি মানতে হয়।