মূল পাতা শিক্ষাঙ্গন সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
রহমত ডেস্ক 24 July, 2022 10:16 AM
আগামীকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন সকাল ৯টায় সি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিনের কর্মসূচি আগামী বুধবার শেষ হবে। প্রতিদিন চার শিফটে পরীক্ষা নেওয়া হবে। এবার কোটাসহ ৪ হাজার ৬৪১ আসনের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।
শনিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মানবিকের এ ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন, বাণিজ্যের বি ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং বিজ্ঞানের সি ইউনিটে ৭২ হাজার ৪১০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতি আসনের বিপরীতে ৪৪ ভর্তিচ্ছু প্রতিযোগিতা করছেন। পরীক্ষার্থীদের থাকার সুবিধার্থে আবাসিক হলগুলোতে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রী জিমনেশিয়ামে নারী অভিভাবকদের থাকার ব্যবস্থা আছে। ভোগান্তি লাঘবে আগামী বছর থেকে দেশের চারটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে।