মূল পাতা আন্তর্জাতিক ভারতে রেলিং ভেঙে নর্মদায় বাস, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক 18 July, 2022 03:08 PM
ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে একটি বাস নর্মদায় পড়ে এ ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নর্মদা থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) আগরা-মুম্বাই হাইওয়ে হয়ে ইনদোর থেকে পুণে যাওয়ার পথে মহারাষ্ট্র সরকারের একটি বাস নর্মদায় পড়ে যায় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নর্মদায় পড়ে যায় বাসটি। দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যেই উদ্ধার অভিযান চালানো হয়। বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলো।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি টুইটার বার্তায় দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করে বলেছেন, জেলা প্রশাসনের একটি দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। আমি খারগন, ধার জেলার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণ যোগাযোগ করছি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় পর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও। তিনি এক টুইটার বার্তায় বলেন, মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। উদ্ধার কাজ চলছে এবং স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার উত্তরপ্রদেশের চিত্রকুটের রাজপুর এলাকায় বাস উল্টে খাদে পড়ে গেলে একজন যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়।