রহমত ডেস্ক 16 July, 2022 07:18 PM
পবিত্র হজ পালনে সৌদি আরব গিয়ে আরও এক বাংলাদেশি ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে চলতি বছর হজে গিয়ে ২০ জন ইন্তিকাল করলেন।
শনিবার (১৬ জুলাই) রাত ২টায় প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ ১৪ জুলাই সৌদি আরবের মক্কা নগরীতে ফারজিন সুলতানা (৪০) নামে এক হজযাত্রী ইন্তিকাল করেন। তিনি ঢাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর BW0389830।
এ পর্যন্ত ইন্তিকাল করা ২০ জন হজযাত্রীর মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৬ জন। তাদের মধ্যে মক্কায় ইন্তিকাল করেছেন ১৬ জন, মদিনায় ৩ জন ও জেদ্দায় একজন।
এদিকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত থেকে শুরু হয়েছে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ৪১৬ জন হাজিকে নিয়ে রাত সাড়ে ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এবার বাংলাদেশ থেকে হজ প্রতিনিধি দলসহ ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।