| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত


ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক     15 July, 2022     09:56 AM    


ভারতের প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় ওই রোগী শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। তিনি বলেন, আক্রান্ত ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ দিন আগে কেরালায় আসেন। উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করালে মাঙ্কিপক্স ধরা পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান অবস্থা স্থিতিশীল। তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে।

সূত্র : এনডিটিভি