| |
               

মূল পাতা সারাদেশ জেলা মৌলভীবাজারে STOP SUICIDE-এর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত


মৌলভীবাজারে STOP SUICIDE-এর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত


মুস্তাকিম আল মুনতাজ     14 July, 2022     10:27 PM    


মৌলভীবাজারে STOP SUICIDE - আত্মহত্যা থামাও সংগঠনের উদ্যোগে আত্মহত্যা রোধে আমাদের করণীয় শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকাল ৪টায় মৌলভীবাজার শহরের অভিজাত দিল্লি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়ে।

সংগঠনের আহবায়ক আবু হানিফার সভাপতিত্বে ও কবি হাসান মাহমুদের সঞ্চালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন হোসাইন আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য শুয়েব আহমদ ফাহিম, এফ,এম, সুমন আহমদ, আবু বক্কর সিদ্দিক, ফাহিম বিন মাশুক, মাহমুদ মান্না, রাব্বি আহমদ, জুনাইদ আহমদ, আব্দুল আজিজ , ফয়েজ আহমদ, উজ্জ্বল আহমদ, আরিফা আহমেদ, সোহানী মাহমুদ নিঝুম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে অনিয়ন্ত্রিতভাবে আত্মহত্যার হার দিনদিন বাড়ছে, বাড়ছে প্রবণতা কিন্তু সমাধান কোথায়? সমাধানের পথ খুঁজতে গেলে সবার আগে ভাবতে হবে আত্মহত্যার ঠিক আগ মূহুর্তে সেই মানুষটির মানসিক ও সামাজিক অবস্থান কেমন ছিল! শুধু সচেতনতামূলক সভা, সেমিনার বা ক্যাম্পেইন অনেকাংশে রূপকথার গল্পের মতোই যা শুনতে বা দেখতেই ভাল লাগে কিন্তু তা মনস্তাত্ত্বিক পরিবর্তনে তেমন কাজে আসে না। আইন বা বিধিনিষেধ দিয়ে কোনভাবেই আত্মহত্যা বন্ধ বা কমানো সম্ভব নয় বরং সামাজিক ও পারিবারিক কাঠামো, জীবনের উদ্দেশ্য ও আচারনে পরিবর্তন পারে আত্মহত্যার প্রবণতাকে কমাতে হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট মৌলভীবাজার মৌলভীবাজার সদর