| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়


জবি প্রতিনিধি     09 July, 2022     06:34 PM    


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার একটি জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে । জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম কাম খতীব মো. ছালাহ উদ্দিন।

আজ (৯ জুলাই) শনিবার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মো. ছালাহ উদ্দিন  বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী যারা আছেন তারা নামাজ পড়তে আসেন। পাড়া-মহল্লার সকলের জন্যে উন্মুক্ত, যে কেউ চাইলে নামাজ পড়তে পারবে। গত ঈদুল ফিতরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও শিক্ষকরা ছিলেন, এবার তারা থাকবেন কিনা বিষয়টি আমাকে জানানো হয়নি।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।