| |
               

মূল পাতা প্রবাস জর্দা নিয়ে হজে গিয়ে পুলিশের হাতে আটক বাংলাদেশি হজযাত্রী


জর্দা নিয়ে হজে গিয়ে পুলিশের হাতে আটক বাংলাদেশি হজযাত্রী


রহমত ডেস্ক     30 June, 2022     11:53 AM    


তিন পোঁটলা জর্দাসহ  বাংলাদেশি এক হজযাত্রী আটক করেছে সৌদি পুলিশ। । যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  ওই হজযাত্রীর নাম মো. আব্দুল হান্নান। তিনি নয়াপল্টনের মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের (হজ লাইসেন্স নং-২৯৬) মাধ্যমে হজে যান।

বাংলাদেশ সরকারের হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুসারে হজযাত্রীদের জন্য তামাক, জর্দা, গুল বা নেশাজাতীয় দ্রব্য বহন নিষিদ্ধ। এর পরিপ্রেক্ষিতে ওই হজযাত্রীর এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার।

বুধবার (৩০ জুন) মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের মালিক ফাতেমা ফারহীন নিশা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এরআগে গত ২২ জুন মেহেরপুরের গাংনীর মো. মতিয়ার রহমান মদিনায় ভিক্ষা করতে গিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন। এ ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

এর আগে গত ২২ জুন মদিনায় ভিক্ষা করায় মেহেরপুরের গাংনীর মো. মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। এ ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।