| |
               

মূল পাতা আন্তর্জাতিক ‘ইউক্রেনকে যত অস্ত্র দেয়া হবে, রাশিয়া ততই অভিযান জোরদার করবে’


‘ইউক্রেনকে যত অস্ত্র দেয়া হবে, রাশিয়া ততই অভিযান জোরদার করবে’


আন্তর্জাতিক ডেস্ক     29 June, 2022     03:54 PM    


রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করবে, রাশিয়ার সামরিক বাহিনী ততই কিয়েভের বিরুদ্ধে অভিযান জোরদার করবে। ফলে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ইউক্রেন সংকটকে শুধুমাত্র দীর্ঘায়িত করবে, অন্য কিছু নয়।

গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এ ঝানু কূটনীতিবিদ পশ্চিমা দেশগুলোকে এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থান সম্পূর্ণভাবে নেতিবাচক এবং তাদের এই অবস্থান ইউক্রেনের জন্য হিতে-বিপরীত হয়েছে, ক্ষতি ডেকে এনেছে। সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনকে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে তত বেশি নাজিবাদীরা সেখানে কর্তৃত্ব করবে।

ইউক্রেনের ক্রেমেনচুগ শহরের শপিংমলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সম্পর্কে ল্যাভরভ বলেন, ওই শাপিংমল খালি ছিল এবং আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর পাঠানো অস্ত্র সেখানে জমা করা হয়েছিল। এসব অস্ত্র ও গোলাবারুদের বিস্ফোরণের কারণে শপিংমলে আগুন ধরে যায়।

শপিংমলে যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে প্রায় এক হাজার মানুষ ছিল বলে কিয়েভ যে দাবি করেছে সে সম্পর্কে ল্যাভরভ বলেন, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও থেকে যে চিত্র পাওয়া যায় তাতে কিয়েভের দাবি সত্য বলে প্রমাণ হয় না। তিনি সুস্পষ্ট করে বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যত অস্ত্র সরবরাহ করুক না কেন, রাশিয়া তার মিশন সম্পন্ন করবে।

জার্মানিতে অনুষ্ঠিত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেন-এর শীর্ষ সম্মেলনে যখন নেতারা ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঠিক তখনই ল্যাভরভ এসব কথা বললেন।

-পার্সটুডে