ওসমান হারুনী 28 June, 2022 07:00 PM
জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে স্যানেটারি মিন্ত্রি যুবলীগ কর্মী আব্দুর রাজ্জাককে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
আজ (২৮ জুন) মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘোড়াধাপ বাজারে এই মাববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন, ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক, রুহুল আমীন, নিহতের স্ত্রী শম্পা খাতুন, মেয়ে রিয়া আক্তার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ঘোড়াধাপ বাজার এলাকার যুবলীগ কর্মী স্যানেটারি মিস্ত্রি আব্দুর রাজ্জাকের জমি জোর করে দখল করার জন্য প্রতিবেশি মঞ্জু, তার স্ত্রী রিনা, ছেলে রাকিন ও তার সহযোগীরা গত ২১ জুন সকালে পেট্রোল ঢেলে আব্দুর রাজ্জাকের গায়ে আগুন লাগিয়ে দেয়। পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।এঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ৫ আসামীকে গ্রেফতার করলেও এখনও ৩ জন আসামী পলাতক রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারসহ আব্দুর রাজ্জাকের হত্যাকান্ডের সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর