রহমত ডেস্ক 24 June, 2022 07:32 PM
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বন্যার কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোন, কুড়িগ্রামসহ দেশে বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। পানিবন্দী এসব বন্যাদুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। সামর্থানুযায়ী সকলকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। বিপদের সময় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব। খেলাফত মজলিস সংগঠনের সর্বস্তরের কর্মীদের অংশগ্রহণ, গণ কালেকশনের মাধ্যমে সীমিত সামর্থ নিয়ে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছে।
আজ (২৪ জুন) শুক্রবার সকাল ৯টা থেকে বিয়নগরস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত দিনব্যাপী তরবিয়তী মজলিসে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিসের নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে দারসে কুরআন ও বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগরী দক্ষিণ সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন, এইচএম হুমায়ুন কবীর আজাদ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, এডভোকেট শায়খুল ইসলাম, মুফতি হাফিজ আহমদ আমিনী প্রমুখ।