রহমত ডেস্ক 23 June, 2022 09:12 PM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সরকারি ত্রাণ সামগ্রী নিতে এসে মাঘান সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিকের হাতে বন্যার্ত এক অসহায় নারী ও এক যুবক লাঞ্ছিত হয়েছেন।
(২৩ জুন) সকালে মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। ত্রাণ নিতে এসে চেয়ারম্যানের হাতে ওই নারী ও যুবক লাঞ্ছিত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সকলের নজরে আসে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নে বন্যার্তদের মাঝে ৮ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় এক অসহায় নারী ও এক যুবককে সকলের সামনে থাপ্পড় মারেন ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, বারবার ত্রাণ নিতে আসায় তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। কাউকে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ আকুনজি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।