| |
               

মূল পাতা আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে অবতরণের সময় বিমানে আগুন


যুক্তরাষ্ট্রে অবতরণের সময় বিমানে আগুন


রহমত ডেস্ক     22 June, 2022     05:50 PM    


যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডোমিনিকান রিপাবলিক থেকে আসা রেড এয়ারের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানের ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়ায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবারের (২১ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ফ্লাইটটি সান্তো ডোমিঙ্গো পৌঁছে। তখন গিয়ারটি ভেঙে পড়ে এবং আগুনের সূত্রপাত ঘটে।

বিমানবন্দরের মুখপাত্র গ্রেগ চিন বলেন, বিমানটিতে ১২৬ জন যাত্রী ছিলেন। তিনজনকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এয়ারলাইনসটি বলছে, বিমানটি 'মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে (এমআইএ) অবতরণের পরে প্রযুক্তিগত সমস্যায় পড়েছিল'। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায়, বিমানটি ম্যাকডোনেল ডগলাস এমডি-৮২ এবং বুধবার ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল পাঠানো হবে। ডোমিনিকান সিভিল এভিয়েশন ইনস্টিটিউটও তদন্ত করছে এবং মিয়ামি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে রেড এয়ার। সূত্র : সিএনএন