| |
               

মূল পাতা রাজনীতি ‘বন্যাদুর্গতদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে’


‘বন্যাদুর্গতদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে’


রহমত ডেস্ক     20 June, 2022     05:16 PM    


খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বৃহত্তর সিলেটসহ দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট-সুনামগঞ্জ অঞ্চল মরাত্মকভাবে ক্ষতিগ্রস্থ। লাখ লাখ মানুষ অত্যন্ত দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে। এ অবস্থায় বন্যা দুর্গত মানুষের সহায়তায় সবাইকে ঝাপিয়ে পড়তে হবে। যুগপথভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে হবে। বন্যাদুর্গতদের জন্য সরকার ত্রাণ বরাদ্দ খুবই অপ্রতুল। বন্যাদুর্গতদের জন্য সরকারীভাবে থেকে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দিতে হবে। একইসাথে যার যেটুকু সামর্থ আছে তাই নিয়ে পানিবন্দী মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে শরীক হতে হবে।

সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসক কথা বলেন। বৈঠকে খেলাফত মজলিসের সর্বস্তরের জনশক্তির অংশগ্রহণ ও সারাদেশের শাখাসমূহের উদ্যোগে গণ কালেকশনের মাধ্যমে তহবিল সংগ্রহ করে কেন্দ্রীয় ত্রাণ কমটিরি মাধ্যমে সিলেট-সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকার মানুষের সাহায্যে ত্রাণ তৎপরতার ঝাপিয়ে পড়ার আহবান জানানো হয়।

আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ডা. রিফাত মালিক, অধ্যাপক মাওলানা আজীজুল হক, খন্দকার শাহাব উদ্দিন আহমদ, মাওলানা আবদুল হক আমিনী, মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।