| |
               

মূল পাতা জাতীয় মহানবীকে ﷺ কটূক্তি : ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা


মহানবীকে ﷺ কটূক্তি : ইসলামী আন্দোলনের গণমিছিলে পুলিশের বাধা


রহমত ডেস্ক     16 June, 2022     09:36 PM    


মহানবী হযরত মুহাম্মদ ﷺ সম্পর্কে ভারতের ক্ষমতাসীন বিজেপি’র দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনার অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল ব্যারিকেড দিয়ে থামিয়ে দিয়েছে পুলিশ।

পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল শুরু করে।

দলটির আমীর মুফতি রেজাউল করিমের (চরমোনাই পীর) নেতৃত্বে মিছিলটি দুপুরে শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়।

পরে পুলিশ দলটির প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে প্রতিবাদ স্মারকলিপি জমা দেয়ার জন্য বারিধারার হাইকমিশন মিশনে যাওয়ার অনুমতি দিয়েছে।

বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক নেতা নুপূর শর্মা এবং নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা ভারতীয় মিশনে চলে যাওয়ার পর বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করে।

এর আগে গত শুক্রবার স্মারকলিপি জমা দিতে ভারতীয় হাইকমিশনের দিকে গণমিছিলের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এছাড়াও শুক্রবার কয়েক হাজার মানুষ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজের পর রাস্তায় নেমে আসে এবং বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে কাকরাইলের নাইটিংগেল পর্যন্ত মিছিল করে।