মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলকে সিরিয়ায় শয়তানি বন্ধ করতে হবে: রুশ রাষ্ট্রদূত
আন্তর্জাতিক ডেস্ক 13 June, 2022 07:42 AM
সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার এফিমুভ বলেছেন, ইসরাইলকে শয়তানি তৎপরতা বন্ধ করতে হবে। দখলদার ইসরাইল শুক্রবার ভোরে দামেস্কের আন্তর্জাতিক বিমান বন্দরসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, সিরিয়ায় একের পর এক ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য।
সিরিয়ার আল-ওয়াতান পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, মস্কো এ ধরণের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। কারণ এ ধরণের হামলা আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে বড় ধরণের ঝুঁকি তৈরি করে। নিরপরাধ যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়।
এ সময় তিনি একটি অপপ্রচারের জবাব দেন। রুশ রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সিরিয়া থেকে রুশ সেনা সরানো হয়েছে বলে খবর প্রচার করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। সিরিয়া থেকে ইউক্রেনে সেনা সরিয়ে নেওয়া হয়নি। কারণ সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের কোনো সম্পর্ক নেই।
-পার্সটুডে