রহমত ডেস্ক 12 June, 2022 10:20 PM
কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতাদের মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা সম্পর্কে কটূক্তির ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ও এ ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ এমপি। সআজ (১২ জুন) রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব দাবি জানান।
হারুনুর রশীদ বলেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ভারতে যে কটূক্তি হয়েছে সারা পৃথিবীতে তার প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশেও হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সার্কের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো প্রতিবাদ–প্রতিক্রিয়া দেখতে পাইনি। এ ব্যাপারে অবশ্যই সংসদে একটি নিন্দা প্রস্তাব আনতে হবে। যেহেতু এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা-স্থিতিশীলতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যতম শর্ত, যেহেতু সার্কে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরো বলেন, কয়েক বছর ধরে ভারতে মুসলিমবিদ্বেষী কর্মকাণ্ড ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে হিজাব বিতর্ক তৈরি করে আইন করে স্কুল–কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। মুসলিম ল নিয়ে আইন করা হয়েছে। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব মুসলমানের মধ্যে সাংঘাতিকভাবে নাড়া দিচ্ছে। আমি মনে করি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসকে (রাষ্ট্রদূত) তলব করা দরকার এবং আজ সারা মুসলিম বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, আমাদের প্রতিবাদ হওয়া উচিত। নিন্দা প্রস্তাব আনা দরকার। ভারতীয় দূতাবাসকে তলব করে কড়া প্রতিবাদ জানানো দরকার।’