| |
               

মূল পাতা আন্তর্জাতিক সরকার পতন ঠেকানো সম্ভব নয়: ইসরাইলি প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি


ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

সরকার পতন ঠেকানো সম্ভব নয়: ইসরাইলি প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি


আন্তর্জাতিক ডেস্ক     10 June, 2022     08:18 AM    


ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট স্বীকার করেছেন তার সরকারের পতন কিছুতেই ঠেকানো যাচ্ছে না। সরকার পতনের ব্যাপারে ইহুদিবাদী সরকারের নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মাঝে গভীর উদ্বেগ কাজ করছে। তাদের অনেকেই বিভিন্ন উপলক্ষে এ সম্পর্কে হুশিয়ারি উচ্চারণ করেছে।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গতকাল ইকোনোমিস্টের সাথে আলাপকালে বলেন: তার জোটের পতন হতে যাচ্ছে। নেসেটেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বিভিন্ন ইস্যুতে তার জোটের সদস্যরা একমত হতে পারছে না।

বেনেট স্বীকার করেছেন তাঁর সরকারের পতন ঠেকাতে কিছুই করার বাকি নেই। তিনি তাঁর অন্যান্য অংশীদারদের প্রতি অনুরোধ করেছেন তারা যেন আর কোনো বিশৃঙ্খলায় না জড়ায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেন তিনি চান পরমাণু কর্মসূচিসহ প্রযুক্তিগতভাবে ইরানের চেয়ে অগ্রগামী থাকতে। লিকুদ দলের সদস্য ও ইহুদিবাদী ইসরাইলের সাবেক মন্ত্রী দানি দেনুনের উদ্ধৃতি দিয়ে ইসরাইলি টিভি চ্যানেল-সেভেন জানিয়েছে,বর্তমান সংসদ খুবই দুর্বল এবং শক্তিহীন অবস্থানে রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই করুণ অবস্থা বলে জানায় চ্যানেলটি।

দেনুন আরও বলেন এই সরকার এখন পতনের দ্বারপ্রান্তে রয়েছে।

-পার্সটুডে