| |
               

মূল পাতা জাতীয় ভারতে নবীজীকে কুটূক্তি: জমিয়তুল উলামার নিন্দা


ভারতে নবীজীকে কুটূক্তি: জমিয়তুল উলামার নিন্দা


রহমত ডেস্ক     08 June, 2022     12:07 AM    


নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা।বুধবার (৮ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক মাওলানা হাসানাত চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ক্ষোভ ও নিন্দা জানায় জমিয়তুল উলামা।

মানুষের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানতে আহ্বান জানিয়ে জমিয়তুল উলামা বলে, ‘ধর্মীয় অনুভূতিতে যে কোনো আঘাত পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্য বিনষ্ট করে এবং সহিংসতা ও ঝগড়া-বিবাদের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে। ভারত তাঁর জন্মগত ও চরিত্রগত বৈশিষ্ট্যাবলী—অসাম্প্রদায়িকতা, সহনশীলতা, শান্তিকামী সব ধর্ম ও ধর্মীয় নেতাদের প্রতি সম্মান-শ্রদ্ধাবোধ ধরে রাখবে।

বিজেপির অভিযুক্ত দুই নেতাকে শুধু বহিস্কার করাই যথেষ্ট নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সংকট নিরসনে ভারত সরকারের আন্তরিকতা প্রকাশার্থে ক্ষমতাসীন বিজেপি সরকার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।