প্রবাস ডেস্ক 07 June, 2022 08:14 PM
বৃটেনের সর্বদলীয় উলামাদের সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকের উদ্যোগে ‘জগতের শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা, সমাজ গঠনে উলামায়ে কেরামের ভূমিকা ও গণকমিশনের শ্বেতপত্র’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী (১০ জুন) শুক্রবার বিকালে মায়েদা গ্রীলে ইভেন্ট হলে অনুষ্ঠিত হবে।
সেমিনারেবাংলাদেশী মুসলিমস ইউকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইমদাদুর রহমান মাদানীর সভাপতিত্বে ও সেমিনারে বাংলাদেশী মুসলিমস ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ মিজানুল হকের সঞ্চালনায় কীনোট পেশ করবেন অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুফতি আবদুল হান্নান, শায়খ মাওলানা আসগার হোসাইন, হাফিজ মাওলানা আবু সাঈদ, হাফিজ মাওলানা আবদুল জলিল, শায়খ আবদুল কাইয়ুম, মাওলানা একে মওদুদ হাসান, হাফিজ মাওলানা আবুল হোসনে খান, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা শোয়াইব আহমদ মাওলানা মাহমুদুল হাসান, ড. হাসনাত এম হোসাইন এমবিই, সৈয়দ মামনূন মোরশেদ, অধ্যাপক ফরীদ আহমদ রেজা, কেএম আবু তাহের চৌধুরী, কাউন্সিলার আ ম অহিদ আহমদ, ব্যারিষ্টার নজির আহমদ, ব্যারিষ্টার ইকবাল হোসাইন। এছাড়াও আরো উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।