মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ ‘বিজেপি ক্ষমতায় আসার পর রাস্তায় নামাজ বন্ধ হয়েছে’
আন্তর্জাতিক ডেস্ক 23 May, 2022 07:13 PM
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাস্তায় দাঁড়িয়ে ঈদ ও জুমার নামাজ আদায় বন্ধ হয়ে গেছে। রবিবার (২২ মে) বক্তব্য দেওয়ার সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও বর্ণনা দিয়ে তিনি এসব কথা বলেন। এনডিটিভি।
যোগী আদিত্যনাথ বলেন, উত্তর প্রদেশে রাম নবমী উপলক্ষে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি। উত্তর প্রদেশে রাম নবমী জাঁকজমকভাবে পালিত হয়েছে। রাজ্যের কোথাও কোনো সহিংসতা হয়নি। উত্তর প্রদেশে প্রথমবারের মতো, ঈদের নামাজ এবং জুমাতুল বিদা (রমজানের শেষ শুক্রবার) রাস্তায় অনুষ্ঠিত হয়নি। বিগত পাঁচ বছর ধরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ২০১৭ সালে তিনি ক্ষমতায় আসার পর থেকে না কি উত্তর প্রদেশে একটিও সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি। আগে মুজাফফারনগর, মিরাট, মুরাদাবাদ ও অন্যান্য এলাকায় নিয়মিত সাম্প্রদায়িক সংঘর্ষ হতো। এখানে মাসের পর মাস কারফিউ থাকতো। যাইহোক, গত পাঁচ বছরে এখানে একটিও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি।