রহমত ডেস্ক 23 May, 2022 06:55 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ আশরাফ আলী আকন বলেছেন, দেশের সম্পদ লুটপাট, চুরি ও দুর্নীতি করে যারা অঢেল টাকার মালিক হয়ে কারাগারে আছেন তারা জেলে কোনভাবেই ডিভিশন পেতে পারে না। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ৫১ বছর পূর্বে আমাদের এ দেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৫১ বছরেও দেশে ন্যায়ের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। আজ (২৩ মে) সোমবার দলে প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম সাক এক বিবৃতিতে
আকন বলেন, আজকের সকল জাতীয় দৈনিকে এসেছে ১৯৭২-৭৩ থেকে শুরু করে ২০১৮-২০১৯ এই ৪৬ অর্থ বছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে আট লাখ কোটি টাকা। এ যদি হয় দুর্নীতি ও টাকা পাচারের অবস্থা তাহলে একটি দেশ কিভাবে চলবে। তিনি বলেন, সাজা হয়, সাধারণ অপরাধীর। কিন্তু বড় বড় রাঘব বোয়ালরা সবসময়ই ধরাছোয়ার বাইরে থেকে যায়। আর ধরা পড়লেও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। সামান্য সময়ের জন্য কারাগারে গেলেও তারা রাজকীয় হালতে থাকে।
তিনি আরো বলেন, একজন এমপি’র দুর্নীতি ও চুরির অভিযোগে ১০ বছর সাজা হয়েছে। একজন জাতীয় চিহ্নিত দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত আসামী ১ম শ্রেণির ডিভিশন পেতে পারে না। এধরণের জাতীয় চোর-ডাকাত ও দুর্নীতিবাজের অবৈধ কালো টাকা বাজেয়াপ্ত করে হতদরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা উচিত। দুর্নীতি বন্ধ, অর্থপাচার ও কালো টাকা উদ্ধার করে একটি সার্বজনীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ইসলামের বিকল্প নেই। সকলকে ইসলামের সুশীতল ছায়তলে ফিরে আসার আহ্বান জানান তিনি।