নিজস্ব প্রতিনিধি 20 May, 2022 07:35 PM
উত্তর সিলেটের নিভৃতচারী আলেম মাওলানা শায়খ আব্দুল মতিনের জীবনীগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেছে মাওলানা আব্দুল মতিন ফাউন্ডেশন সিলেট।
আগামীকাল (২১ মে) শনিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট দরগাহ গেইটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মাওলানা শায়খ আব্দুল মতিনের ছেলে, ইয়র্ক-বাংলা পত্রিকার সম্পাদক ও নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ।
নিভৃতচারী আলেম মাওলানা শায়খ আব্দুল মতিন দীর্ঘ ৪৪ বছর কোম্পানীগঞ্জের খাগাইল মাদরাসার শিক্ষক ও নাজিমে তালিমাত ছিলেন। জীবনভর শিক্ষা, সমাজসেবা ও দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। ইলমে ওহির আলো ছড়িয়ে দিতে জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর রাহে। ফলশ্রুতিতে এ অঞ্চলের ইসলামপ্রিয় জনতার কাছে তিনি ‘বড় মেছাব’ হিসেবে পরিচিত ছিলেন।
মাওলানা আব্দুল মতিন শুধু শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব নন, একজন শিক্ষানুরাগী ও শালিস ব্যক্তিত্বও ছিলেন। তিনি সমাজবিরোধী কার্যকলাপরোধে যেমন সোচ্চার ছিলেন, পরোপকার ও মানবতার হিতাকাঙ্খী হিসেবে তেমনি নিবেদিত ছিলেন। তাঁর নামানুসারে গড়ে উঠেছে দাতব্য সংস্থা ‘মাওলানা আব্দুল মতিন ফাউন্ডেশন সিলেট’। বন্যা, খরা, শীত ও দুর্যোগের কালে অসহায় মানুষের মাঝে খাদ্যসহায়তা, শীতবস্ত্র ও জরুরি সাহায্য বিতরণ করে এই সংস্থা।