| |
               

মূল পাতা রাজনীতি ‘জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা আছে বলে মনে হয় না’


‘জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা আছে বলে মনে হয় না’


রহমত ডেস্ক     16 May, 2022     10:21 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে, সে সময় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের সঙ্গে প্রহসন করছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেই দিন দিন ভোগ্যপণ্যের দাম বেড়েই চলছে। আজ (১৬ মে) সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ভোজ্যতেল চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য প্রত্যাহার করে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের রুদ্ররোষ সৃষ্টি হচ্ছে। ফলে জনগণ যে কোন সময় সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে নামতে বাধ্য হতে পারে। ক্ষমতাসীন দল আবারো প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। জনগণের প্রত্যাশা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করুন। জনগণকে নিজেদের অধিকার আদায়ে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান তিনি।