রহমত ডেস্ক 05 May, 2022 07:57 PM
ইসলামী ধারা সর্ববৃহৎ অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম-এর ৫ লাখ ফলোয়ারের অফিসিয়াল ফেসবুক পেইজটি আনপাবলিশড করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ।
আজ (৫ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই পেইজটি আনপাবলিশড হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম নানা সঙ্কট সম্ভাবনার মধ্যেও ৬ বছর ধরে ‘পজিটিভ ইসলাম পজিটিভ বাংলাদেশ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে নিয়মতান্ত্রিক ও চ্যারেঞ্জিং ধারার সাংবাদিকতা করে আসছে। আওয়ার ইসলামের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা অফুরন্ত। আজ হঠাৎ করেই ৫ লাখ ফলোয়ারের পেইজটি আনপাবলিশড দেখাচ্ছে ফেসবুক।
সবাইকে নতুন পেইজে ফলোর করার আহবান জানিয়ে হুমায়ুন আইয়ুব বলেন, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম-এর ৫ লাখ ফলোয়ারের অফিসিয়াল পেইজটি আনপাবলিশড হওয়ায় বর্তমানে বিকল্প পেইজ হিসেবে ব্যবহার করা হচ্ছে ourislam24.com । আমাদের নতুন পেইজে ফলো করে আগামী দিনের পথচলাকে আরো শাণিত করুন।