মূল পাতা শিক্ষাঙ্গন সফলতার ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে দিলুরোড মাদরাসা, মেধা তালিকায় ৮০ শিক্ষার্থী
আবু তাহের সিদ্দিকী 01 May, 2022 06:06 PM
সফলতার ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে ঢাকার রমনা থানাধীন জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলুরোড মাদরাসা)। প্রতি বছরের ন্যায় এবারও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য অর্জন করেছে রাজধানীর স্বনামধন্য এই দীনি প্রতিষ্ঠান।
বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠানটির বিভিন্ন জামাতে ৩য়, ৫ম, ৬ষ্ঠ, ৮ম, ৯ম ও ১০ তম স্থানসহ মোট ৮০ জন শিক্ষার্থী মেধাস্থান (বোর্ডস্ট্যান্ড) লাভ করেছে।
দ্বীনি এ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মুহতামীম ও শাইখুল হাদীস মুফতী সালাহ উদ্দীন জানান, ইবতিদাইয়্যাহ জামাতে ৫ম,৬ষ্ঠ,৭ম,তিনজন ১০ তম, ও ১১তমসহ মোট ৪১ জন মেধাস্থান লাভ করেছে । নাহবেমীর জামাতে ৩য় ও ৫ম স্থানসহ মোট ২২ জন মেধাস্থান লাভ করেছে। শরহেবেকায়া জামাতে ৮ম স্থান সহ মোট ১৫ জন মেধাস্থান লাভ করেছে । মিশকাত জামাতে মেধাস্থান লাভ করেছে তিনজন।
পরীক্ষায় এমন ঈর্ষণীয় এ সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের মোবারকবাদ জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ ও আসাতিযায়ে কেরাম।