রহমত নিউজ 11 December, 2025 06:13 PM
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি নয়, ধানের শীষের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, বিএনপি থেকে যারা নির্বাচিত হবেন, তাদের জন্য কাজ করতে হবে। দল যাকেই মনোনয়ন দিক না কেন, সবাইকে ধানের শীষের জন্য কাজ করতে হবে। কোনো ব্যক্তির জন্য নয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে বিএনপি ছাড়া দেশের মৌলিক বিষয়গুলো নিয়ে অন্য কোনো দল চিন্তা করছে না।
তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার দেশের অবস্থা ধ্বংস করে গেছে। দেশকে আবার নতুন করে গড়তে হলে পরিকল্পনার প্রয়োজন। তাই বিএনপি আগামী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়।