| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কুরআন শিক্ষা বোর্ডের ফল প্রকাশ; পাসের হার ৮৮.৬০


কুরআন শিক্ষা বোর্ডের ফল প্রকাশ; পাসের হার ৮৮.৬০


জামিল আহমদ     19 April, 2022     06:13 PM    


বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ২০ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পাসের হার ৮৮ দশমিক ৬০ শতাংশ। গত ৯ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৬ মার্চ। ৪৭৮টি মাদরাসার মোট ১০৭৮৭ জন শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহন করেছে। ২২০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ (১৯ এপ্রিল) মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইলস্থ কার্যালয়ে প্রাথমিক ফলাফর ঘোষণা করে বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী পরীক্ষার ফলাফলের একটি কপি বোর্ডের চেয়ারম্যান ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন,মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা মুজিবুর রহমান কালিশুরী,মাওলানা শামসুদদোহা তালুকদার, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা নুরুল ইসলাম আল আমিন, মুফতি ইজহারুল ইসলাম, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী, মুফতি আব্দুল আজিজ কাসেমী,মুফতি আব্দুশ শাকুর কাসেমী, মুফতি জহিরুল ইসলাম কাসেমী, মুফতি কাউসার বাঙ্গালী, মুফতি শওকত উসমানী,মুফতি মুহাম্মদ আলী,মুফতি আব্দুর রহমান, মুফতি ফয়সাল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের ফলাফল জানতে ভিজিট করুন: http://bqeb.org/software/result

এক নজরে ফলাফল;  সানাবিয়া আম্মাহ (বালক) : মোট পরীক্ষার্থী সংখ্যা- ৩১৩ জন । পাসের ৮৬.৫২। মুমতাজ ২৮ জন। জায়্যিদ জিদ্দান ৯২, জায়্যিদ ৯২, মাকবুল ৩২। রাসিব ৩৮। অনুপস্থিত ৩১। সানাবিয়া আম্মাহ (বালিকা) : মোট পরীক্ষার্থী সংখ্যা- ৩৬৭ জন । পাসের ৬৭.৩৬। মুমতাজ ১৮ জন। জায়্যিদ জিদ্দান ৯২, জায়্যিদ ১০৫, মাকবুল ৪৬। রাসিব ১১০ । অনুপস্থিত ৩০ জন।

মুতাওয়াসসিতাহ ১ম বর্ষ (বালক) : মোট পরীক্ষার্থী সংখ্যা- ৮০২ জন। পাসের ৭৬.৫৭। মুমতাজ ২৪৪ জন। জায়্যিদ জিদ্দান ২০৪ জন, জায়্যিদ ২২৪ জন, মাকবুল ৬৩ । রাসিব ১৮২ । অনুপস্থিত ২৫ জন।

ইবতেদাইয়্যাহ (বালক) : মোট পরীক্ষার্থী সংখ্যা- ৭৪৭ জন। পাসের ৮২.৪৮। মুমতাজ ১৮৭ জন। জায়্যিদ জিদ্দান ১৯২ জন, জায়্যিদ ১৬৬ জন, মাকবুল ৬৬ জন । রাসিব ১২৮ । অনুপস্থিত ৮ জন। ইবতেদাইয়্যাহ (বালিকা) : মোট পরীক্ষার্থী সংখ্যা- ৫৬৩ জন। পাসের ৬৭.৩৬। মুমতাজ ৯৬ জন। জায়্যিদ জিদ্দান ১২০, জায়্যিদ ১৪৭, মাকবুল ৭৪। রাসিব ১০৬ জন। অনুপস্থিত ২০ জন।

কিরায়াত বিভাগ। ইবতেদাইয়্যাহ (বালিকা) : মোট পরীক্ষার্থী সংখ্যা- ১৮৩৬ জন। মেধা তালিকায় ৮৪ জন। মুমতাজ ৬৪৮ জন। জায়্যিদ জিদ্দান ৫৪৪, জায়্যিদ ২৮২, মাকবুল ৩৮। রাসিব ২৩৪ জন। অনুপস্থিত ৬জন।