রহমত ডেস্ক 15 April, 2022 06:06 PM
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেছেন, পুরান ঢাকা থেকে কারখানা সরানো না গেলে অগ্নিঝুঁকি থেকেই যাবে। পুরান ঢাকার এলাকাটি সব সময়ের জন্য ঝুঁকিপূর্ণ। এলাকায় জনবসতির ঘনত্ব অনেক বেশি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় লোকজন এবং যানজটের পরিমাণ কম ছিল। মানুষের উপস্থিতি কম থাকায় আগুন নেভাতে তেমন কোন বেগ পেতে হয়নি। যদি ওয়ার্কিং ডে-তে এ ধরনের ঘটনা ঘটে থাকতো তাহলে আগুন বড় আকারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা ছিল। শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর লালবাগের শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সিভিল ডিফেন্সের পরিচালক বলেন, সংকীর্ণ রাস্তা ধরে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে অনেক সমস্যা পোহাতে হয়। আশেপাশে পানির কোনও সোর্স নাই। পানি অপর্যাপ্ত। আশেপাশের বিল্ডিংগুলোর জন্য ঝুঁকির সৃষ্টি করে রেখেছে। ছুটির দিন হওয়ায় কারখানা বন্ধ ছিল। কারখানা মালিকদের গাফিলতিও রয়েছে, সম্পূর্ণ ইলেকট্রিসিটি বন্ধ না করে তারা চলে যায়। এ কানেকশন থেকে ইলেকট্রিক শর্ট সার্কিটের পর আগুন ধরে যায়। আশেপাশে ভবনগুলোতে আগুন ছড়াতে পারেনি। এর আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। আবাসিক এবং জনঘনত্বের কারণে এ এলাকা আরও বেশি ঝুঁকিপূর্ণ হবে, যদি এ ধরনের কারখানা থাকে। এগুলো অপসারণে সিটি কর্পোরেশন কাজ করছে। এগুলো অপসারণ হলে অনেকাংশেই অগ্নি ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে।