| |
               

মূল পাতা রাজনীতি ‘নওগাঁর হিজাবী স্কুলছাত্রীদের হেনস্তাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’


‘নওগাঁর হিজাবী স্কুলছাত্রীদের হেনস্তাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’


রহমত ডেস্ক     08 April, 2022     05:09 PM    


নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল হিজাব পরিধানের কারণে সহকারী প্রধান শিক্ষিকা কর্তৃক ১৮ ছাত্রীকে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ (৮ এপ্রিল) শুক্রবার বিকালে দলের সহ-প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুর স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় এ প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, হিজাব বা পর্দা পালন করা মুসলিম নারীদের জন্য বাধ্যতামূলক বিধান। আল্লাহ প্রদত্ত এই অলঙ্ঘনীয় বিধানের বিরুদ্ধে যে কারো অবস্থান মুসলমানরা মেনে নিবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে হিজাবের বিরুদ্ধে একশ্রেণির জ্ঞানপাপী এখন উঠেপড়ে লেগেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব ও ইসলামী সংস্কৃতি চর্চা বন্ধে তারা যেন রীতিমত আদাজল খেয়ে নেমেছে। নওগাঁ জেলার গতকালকের ঘটনাটি এর ধারাবাহিকতা মাত্র। স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল কর্তৃক ১৮জন হিজাবী ছাত্রীকে মারধর ও হিজাবের বিরুদ্ধে কটুক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। স্কুল ড্রেস পরিধান না করে আসার দোহাই দিয়ে বেছে বেছে কেন হিজাবী ছাত্রীদের গায়ে হাত তোলা হলো এবং বিদ্বেষ প্রদর্শণ করা হলো, তার কারণ প্রশাসনকে অবশ্যই খুঁজে বের করতে হবে। আমরা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং দোষী স্কুল শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।