রহমত ডেস্ক 08 April, 2022 10:51 AM
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাম্বা জেলার বিরোধপূর্ণ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) জম্মু কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্তের আন্তর্জাতিক বর্ডার থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম মোহাম্মদ সিরাজ। তার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী জানায়, পাকিস্তান সীমান্তের কাছে বছর পঞ্চাশের ওই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মঙ্গু চক এলাকায় বিএসএফ সদস্যরা তাকে গ্রেফতার করে।
এসময় অবশ্য তার কাছে কোনো অপরাধমূলক উপাদান খুঁজে পায়নি বিএসএফ। তবে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।