রহমত ডেস্ক 07 April, 2022 02:07 PM
না খেয়ে মানুষ মরেছে প্রমাণ দিতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দিবেন বলে চ্যালেঞ্জ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপির শাসনামলে ২০০৩ ও ০৪ সালে আশ্বিন-কার্তিক মাসে মঙ্গার কারণে শত শত মানুষ না খেয়ে মারা গেছে। আর বর্তমান সরকারের আমলে একজন মানুষ না খেয়ে মারা গেছে এমনটা যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমি কৃষিমন্ত্রীত্ব ছেড়ে দেবো।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগ-বানিয়াজুরী এলাকায় ব্রি ধান-৯২ জাতের বীজ উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষক যাতে পেঁয়াজের ন্যায্য দাম পায় সে বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন আর কয়েকটা দিন দেখতে, তারপর আমরা সিদ্ধান্ত নেবো কিভাবে পেঁয়াজের দাম বাড়ানো যায়। কৃষক যাতে দাম পায়, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
তিনি আরও বলেন, কৃষির উন্নয়ন করতে পারলে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। কারণ কৃষির ওপর দাঁড়িয়েই সকল উন্নয়ন হবে। দেশে যদি কৃষি না থাকে তাহলে দেশ টিকে থাকবে না।